অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়কে
আলোকিত লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২০

লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক মহাসড়কের যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টি তৎপরতা দেখা দিয়েছে। কৌশলে খপ্পরে পেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে তারা। লক্ষ্মীপুর থেকে রামগতিগামী লোকাল বাস ও চট্টগ্রাম থেকে রামগতি গামী যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টি হানা দেয়। ওই চক্রের খপ্পরে পড়ে প্রানও হারাতে হয়েছে এক বৃদ্ধকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক।
অপরাধীরা কৌশল হিসেবে চা, কফি, বিস্কুট, ডাবের পানি, কোমল পানীয়, ফল বা পানের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে যাত্রীদের খাওয়ায়। যাত্রীর সঙ্গে বন্ধুর মতো আচরণ করে তারা এই কাজটি করে। অনেক ক্ষেত্রে স্বল্পমূল্যের চর্মরোগ অ্যাজমা বাতের ব্যথা ও ভিটামিন ওষুধ বিক্রির কথা বলে এগুলো খাওয়ায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক রব পত্রিকার সম্পাদক এমএ শহীদ। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দেড় বছর আগে ওই সড়কে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোরশেদ আলম নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর ঝুমুর এলাকা থেকে সাংবাদিক শহীদ যাত্রীবাহী লোকাল বাস মিশু পরিবহনে উঠেন। রামগতির আলেকজান্ডার যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কৌশলে অজ্ঞান করে সব হাতিয়ে নেয়। আলেকজান্ডার বাসস্ট্যান্ড থেকে স্থানীয় সংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, ২০১৮ সালের ১৩ নভেম্বর রাতে ভোলার তজুমুদ্দিন উপজেলার বাসিন্দা খোরশেদ আলাম নামের এক বৃদ্ধ চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগতিগামী বাসে উঠেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে খাবারের সঙ্গে নেশা জাতীয়দ্রব্য খাইয়ে দেয়। এতে তিনি বাসে অসুস্থ পড়েন। পরের দিন সকালে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অজ্ঞান পার্টির সদস্যরা টার্গেটকৃত ব্যক্তি ও তাদের সদস্যকে নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত খাদ্যদ্রব্যের আমন্ত্রণ জানায়, টার্গেটকৃত ব্যক্তি রাজি হলে তাকে খাওয়ায় এবং নিজদের সদস্যরা কৌশল করে সাধারণ খাবার গ্রহণ করে। খাদ্যদ্রব্য গ্রহণের পর টার্গেটকৃত ব্যক্তি অচেতন হলে তারা তার টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে দ্রুত চলে যায়। সাংবাদিক শহীদের ক্ষেত্রেও এমনটা ঘটেছিলো।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, অজ্ঞান পার্টির বিষয়টি অধিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ওসি আরও বলেন, যাত্রাপথে অপরিচিত মানুষের দেওয়া খাবার বা পানীয় এড়িয়ে চলা উচিৎ; খোলা খাবার খাওয়া যাবে না। সর্তক থাকতে হবে; সতর্কতা-সচেতনতাই মানুষকে নিরাপত্তা দেয়।

- স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা
- দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪
- কিট যুক্তরাষ্ট্রে পাঠাতে লবিং করেছেন শামসুল আলম ও সরদার সাদী
- ঢাকার বাইরের শ্রমিকদের আসার প্রয়োজন নেই, বেতন পৌঁছে দেওয়া হবে
- ধান কাটতে যাননি, ধানকাটা মেশিন নিয়ে হাজির মাশরাফী
- মাকে নিজের পাশে বসা দেখছিলেন, মৃত্যুর আগে ইরফান খান
- ইফতারে প্রাশান্তি দেবে দই বেলের লাচ্ছি
- মাত্র ৩৭ দিনে ভেন্টিলেটর বানিয়েছে নাসা
- দেশে প্রথম ব্যক্তি উদ্যোগে স্থাপিত করোনা টেস্টিং ল্যাব উদ্বোধন
- এমপিওভুক্ত হলো ১৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠান
- একযোগে কাজের অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনাকে মোদির টেলিফোন
- মৃতের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ছাড়াল
- লক্ষ্মীপুরে ১০ মাসের শিশু করোনাভাইরাসে আক্রান্ত
- লক্ষ্মীপুরের কর্মহীন মানুষের ঘরে ঘরে সদর এমপি’র খাদ্যসামগ্রী
- লক্ষ্মীপুরে ১০ হাজার হতদরিদ্রকে খাদ্য সহায়তা দিবে জেলা পরিষদ
- লক্ষ্মীপুরে ভাসমান মানুষদের জন্য শিক্ষার্থীদের রান্না করা খাবার
- লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-৮
- লক্ষ্মীপুরে আরো ৬জন করোনায় আক্রান্ত, জেলায় মোট-৪৩
- নিতান্ত বাধ্য না হলে বিদেশেই থাকার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- ঘরে ঘরে এমপি’র খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বায়েজীদ ভূঁইয়া
- রাতের আধারে খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীনদের বাড়িতে যুব সমাজ
- লক্ষ্মীপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায়
- দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু
- জামায়াত নেতার সঙ্গে ডা. জাফরুল্লাহর যেসব কথা হয়
- বাইরের পোশাক শ্রমিকরা ঢাকায় আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- কাঁচা নয়, পাকা ধান কেটেছিলেন সাংসদ তানভীর হাসান
- ত্রাণ কার্যক্রমের খোঁজখবর নিলেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা
- যে কারণে ইফতারে পুদিনার শরবত রাখা জরুরি
- এবার ৯১ ক্রীড়াবিদের পাশে তামিম
