কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৬২২ ট্রেনযাত্রীকে জরিমানা করা হয়েছে। এ সময় এক লাখ ২৩ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এস.এম মুরাদ হোসেনের নেতৃত্বে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভৈরব রেলস্টেশনের মাস্টার মো. কামরুজ্জামান জানান, ভৈরব স্টেশন দিয়ে চলাচল করা ১২টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকেটে ভ্রমণ করা ৬২২ যাত্রীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে ভাড়াসহ এক লাখ ২২ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।