ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

কমলনগরে সূর্যের হাসি ক্লিনিকটি বন্ধ গত ১০ দিন

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

লক্ষ্মীপুরের কমলনগরে সূর্যের হাসি ক্লিনিকটি গত ১০ দিন ধরে বন্ধ। করোনা পরিস্থিতির কারণে নিজদের সুরক্ষায় ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকার শত শত নারী ও শিশু সেবাবঞ্চিত হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) সকালে হাজিরহাট উপকূল কলেজ সংলগ্ন সূর্যের হাসি ক্লিনিকে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। সেবা নিতে আসা নারী ও শিশুরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, গত ২৭ মার্চ থেকে ক্লিনিকটি বন্ধ। চিকিৎসা সেবাও চলছে না। রোগীরা এসে ফিরে যাচ্ছেন। ক্লিনিক বন্ধ; কবে সেবা চালু হবে এ বিষয়েও কোনো নোটিশ দেওয়া হয়নি। এ কারণে অনেক রোগী একাধিকবার এসেও ফেরি গেছেন।

জানা গেছে, সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার ওই ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হতো। এখানে মায়ের স্বাস্থ্য ও গর্ভকালীন সেবা, শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা পদ্ধতি, নিরাপদ প্রসব, প্রসব পরর্বতী সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা চালু ছিল। প্রতিদিন অর্ধশতাধিক রোগী সেবা নিতেন। কিন্তু গত ১০ দিন ধরে ক্লিনিক বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছেন গ্রামের নারী, শিশু ও সাধারণ রোগীরা।

ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান নিপু চন্দ্র দাস বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা নিশ্চিতের জন্য ক্লিনিকটি বন্ধ রাখা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে বন্ধ থাকবে ক্লিনিকটি।

ক্লিনিকের ম্যানেজার আবু সাঈদ মামুন বলেন, সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্ক কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্বাস্থ্যসেবা বন্ধ রাখা হয়। তবে মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে। সব সরকারি ছুটির দিন আমাদের ক্লিনিকের সেবা বন্ধ থাকে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের এ বিপজ্জনক পরিস্থিতে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//