ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

মায়ের কোলে ফিরেই সুখবর পেলেন ক্রিকেটার হাসান

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে প্রায় দেড় মাস ধরেই বাড়ির বাইরে ছিলেন ২০ বছর বয়সী পেসার হাসান মাহমুদ। খেলেছেন ঢাকা প্লাটুনের হয়ে। তার দল শেষ চারে বাদ পড়ার পর ফিরেছেন নিজ জেলা লক্ষ্মীপুরে, ইচ্ছে ছিলো এতদিন পর বাড়ি ফিরে কিছুদিন সময় কাটাবেন বাবা-মা ও বন্ধুবান্ধবের সঙ্গে। কিন্তু সে সুযোগটি পাচ্ছেন না লক্ষ্মীপুরের এ তরুণ পেসার। কেননা তাকে পুনরায় ফিরতে হচ্ছে রাজধানী ঢাকায়। এবার কোনো ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয়। সরাসরি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্যই। পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। ADVERTISEMENT ছুটি কাটাতে মায়ের কোলে ফিরেই আজ (শনিবার) দুপুরে সুখবরটি পেয়েছেন ২০ বছর বয়সী এ পেসার। সদ্যসমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে গতির ঝড় তুলে তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মুঠোফোনে কল করে তাকে বিষয়টি জানানো হয়। এরপর থেকেই তার পরিবারে যেন ঈদ উৎসব চলছে। জাতীয় দলে হাসানই লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার। এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে হাসান মাহমুদ ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। এর মধ্যে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন। নিখুঁত লাইন-লেন্থের পাশাপাশি গতি দিয়ে বেশ আলোচিত ছিলেন তিনি। Hasan-2 লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে হাসান। তারা দুই ভাই ও তিন বোন। ভবিষ্যতের সফলতা কামনা করে হাসান মাহমুদের বাবা-মা লক্ষ্মীপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বছর দুয়েক আগে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপে খেলেছেন হাসান। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তখন তার বোলিংয়ের প্রশংসা করে ‘ভবিষ্যৎ স্টার’ লিখে টুইট করে আইসিসি। ক্রিকেট খেলায় বাবা-মায়ের পাশাপাশি হাসানের অনুপ্রেরণা জেলা ক্রীড়া সংস্থার কোচ মনির হোসেন। ক্রিকেট খেলায় তার হাতেখড়ি এই কোচের কাছ থেকেই। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালের শেষ দিকে জেলা ক্রিকেট একাডেমিতে কোচ মনিরের সঙ্গে হাসানের পরিচয় হয়। মিডিয়াম পেস বোলার হিসেবে ক্রিকেট খেলা শুরু করেছিলেন হাসান। প্রথম থেকেই তার রানআপ, ব্যাকফুট, ল্যান্ডিং, রিলিজ, বলিং স্পট এবং ফলো থ্রু ভালো ছিলো। পরে বিকেএসপিতে সুযোগ পাওয়ার পর থেকে বোলিংয়ে গতি বেড়ে যায়। হাসানের বাবা মো. ফারুক জানান, ‘পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলায় হাসানের আগ্রহ ছিল। প্রায়ই দেখা যেত খেলার মাঠ থেকে সে পরীক্ষা দিতে যেত। অবসর সময়ে ক্রিকেট নিয়েই সে ব্যস্ত থাকতো। দেশের হয়ে খেলার বিষয়ে জানতে পেরে খুব খুশি হয়েছে। আশা করছি, ভালো বোলিং করে সে দেশের সুনাম বাড়াতে সক্ষম হবে।’ Hasan-2 জাতীয় দলে সুযোগ পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে হাসান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু বিপিএলে অভিজ্ঞ কোচের প্রশিক্ষণ ও খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে অনেক কিছু শিখেছি। আল্লাহর রহমতে ৪ উইকেট পেয়ে একবার ম্যাচসেরা হয়েছি। এটা আমার বড় পাওয়া। জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টি বিসিবি থেকে আমাকে মুঠোফোনে জানানো হয়েছে।’ প্রাথমিকভাবে খবরটি তার বিশ্বাসই হয়নি জানিয়ে আরও বলেন, ‘তাৎক্ষণিক আমি (খবরটি) বিশ্বাস করতে পারিনি। পরে বাবা-মা, কোচ ও বন্ধু-বান্ধবকে এই সুখবরটি জানাই। সবাই এতে খুব খুশি হয়েছে। দেশের জন্য নিজের সেরাটা খেলার জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এজন্য লক্ষ্মীপুরসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’ তিনি আরও বলেন, ‘বিপিএল শেষে লক্ষ্মীপুর এসেছি। পরিবার ও বন্ধুদের সঙ্গে কয়েকদিন কাটিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু বিসিবির ডাক পেয়ে ঢাকায় ফিরে যেতে হচ্ছে। এতদিন জাতীয় দলে খেলার সুযোগের অপেক্ষায় ছিলাম। সেটি পেয়েছি, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।’ জাতীয় দলের ক্যাম্পে অংশ নিতে আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন হাসান মাহমুদ। আগামীকাল (রোববার) মিরপুর একাডেমি মাঠে হবে পাকিস্তান সফরের জন্য তিনদিনের প্রস্তুতি ক্যাম্প। এরপর ২৩ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//