ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মুশফিকের ব্যাটে লড়ছে বাংলাদেশ

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

২৪১ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানেই নেই ৪ উইকেট! ইন্দোরে প্রথম টেস্টের পর কলকাতার ঐতিহাসিক গোলাপি বলের টেস্টেও ইনিংস ব্যবধানে হার দেখছিলো টাইগারভক্তরা। তবে মুশফিকের দৃঢ়তায় ৬ উইকেটে ১৫২ রানে দিন শেষ করা নিঃসন্দেহে টাইগার শিবিরে স্বস্তি বয়ে এনেছে।

সিরিজের দ্বিতীয় টেস্টে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত।

২৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা টাইগারদের শুরুটা দুঃস্বপ্নের মতো। ২ রানের মধ্যেই দুই ব্যাটসম্যান হারায় সফরকারীরা। দলীয় রানের মধ্যেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক মুমিনুল হক। রানের খাতা খোলার আগেই ঈশান্ত শর্মার শিকারে পরিণত হয়েছেন তারা।

দলীয় ৯ রানের মাথায় টাইগার শিবিরে আঘাত হানেন উমেশ যাদব। ৬ রান করে মোহাম্মদ শামির হাতে ধরা পড়েন মোহাম্মদ মিথুন। আবারো নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ ওপেনার ইমরুল কায়েস। তিনি যেন পণ করেই নেমেছেন সফরে ৬ রানের বেশি করবেন না কোনো ইনিংসে। আগের তিন ইনিংসে যথাক্রমে ৬, ৬ ও ৪ রানের পর আজ আউট হলেন ৫ রান করে।ঈশান্ত শর্মার বলে ঋদ্ধিমান সাহার হাতে ধরা পড়েন তিনি।

চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিধি বাম। দলীয় ৮২ রানের মাথায় আউট না হলেও ইনজুরির কারণে মাঠ ছাড়েন রিয়াদ। ৪১ বলে ৩৯ রান করেন এই রিটায়ার্ড হার্ট ব্যাটসম্যান।

তবে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন মুশফিকুর রহিম। মেহেদী হাসান মিরাজ ১৫ ও তাইজুল ইসলাম ১১ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দুটি ইনিংস উপহার দিলে দেড়শো পেরোয় বাংলাদেশের রান। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের দরকার আরো ৮৯ রান। 

৭০ বলে ৫৯ রানে অপরাজিত আছেন মি. ডিপেন্ডেবল। ভারতের ঈশান্ত শর্মা ৩৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।

এর আগে, প্রথম দিনের ৩ উইকেটে ১৭৪ রানে দিন শুরু করা ভারতকে বড় রানের ভিত গড়ে দেন দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। দলীয় ২৩৬ রানের মাথায় আজিঙ্কা রাহানেকে সাজঘরে ফেরান থার্টিন্থ ম্যান তাইজুল ইসলাম। ওয়ানডে মুডে খেলা রাহানে ৬৯ বলে করেন ৫১ রান।

রাহানে ফিরে গেলেও কোহলির ব্যাটে রানার চাকা সচল রাখেন অধিনায়ক। ক্যারিয়ারের ২৭তম টেস্ট শতক তুলে নেন তিনি। রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ভারতকে বড় লিডের পথে এগিয়ে নিতে থাকেন কোহলি। দলীয় ২৮৯ রানের মাথায় জাদেজাকে সরাসরি বোল্ড আউট করে সাজঘরে ফেরান আবু জায়েদ রাহী।

এর কিছুক্ষণ পরেই বিপজ্জনক হয়ে ওঠা কোহলিকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন এবাদত হোসেন। দলীয় ৩০৮ রানের মাথায় ১৩৬ রান করে ফেরেন ভারতের অধিনায়ক।

কোহলির ফেরার পর ভারতীয় ব্যাটসম্যানদের প্রতিরোধ গড়তে দেয়নি টাইগার পেসাররা। শেষ পর্যন্ত ৯ উইকেটে  ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ঋদ্ধিমান সাহা ১৭ ও মোহাম্মদ শামি ১০ রানে অপরাজিত থাকেন। টাইগারদের হয়ে ৩টি করে উইকেট নেন এবাদত হোসেন ও আল-আমিন হোসেন।

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//