ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

যে ছয় কারণে পুরুষেরও ফেসিয়াল করা উচিত

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

রূপচর্চা কথাটি শুধু নারীর সঙ্গেই জড়িত। তাইতো বিউটি পার্লারের নামটি সবাই শুধু নারীদের সঙ্গে জুড়ে দেয়। কিন্তু স্পা, ফেসিয়াল বা অন্যান্য রূপচর্চা বিষয়ক কাজগুলো যে শুধু নারীদের একার নয়, তা জানেন কী?

হ্যাঁ, নারীদের সঙ্গে সঙ্গে একইভাবে রয়েছে পুরুষদেরও পার্লার। আর তা পুরুষের জন্য জরুরিও। বিভিন্ন কারণে পুরুষদের মুখমণ্ডল খসখসে বা তেলতেলে হয়ে যায়। অনেকেই ভাবেন মুখ ধুয়ে ফেলাই বুঝি এর সমাধান। আসলেই কি তাই? না, এতে দিন দিন ত্বক আরো ক্ষতির সম্মুখীন হতে থাকে।

ফেসিয়াল মানে হচ্ছে, ত্বকের এক ধরনের চিকিৎসা। এক্ষেত্রে পার্লারে গেলে সেখানকার প্রশিক্ষিত ব্যক্তিরা আপনার ত্বকের ধরন বুঝবে। সমস্যার কারণ চিহ্নিত করবে এবং সেই অনুযায়ী সঠিক ফেসিয়ালটি করবে। এতে আপনার ত্বক থাকবে প্রাণবন্ত।  

মূলত ফেসিয়াল ত্বক পরিষ্কার করে ও চামড়ার মরা আস্তরণ সরিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ব্রণ যেন না হয়, কিংবা যাদের হয়েছে তা যেন দ্রুত সেরে যায়, সেজন্য ফেসিয়াল করা হয়। সেক্ষেত্রে দক্ষ কারো দ্বারা ফেসিয়াল করাতে হবে। চলুন জেনে নেয়া যাক, যে ছয় কারণে পুরুষেরও ফেসিয়াল করা উচিত-

> ফেসিয়াল করলে ত্বক পরিষ্কার থাকে এবং ত্বকের আস্তরণ মসৃণ হয়ে যায়। ফলে ময়লা পড়লেও অল্পতেই তা উঠে যায়। ফলে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসে।

> ফেসিয়াল করার ফলে মরা চামড়াগুলো অপসারণ হয়ে যায়। ফলে ত্বকের কালো দাগ দূর হয়ে যায়।

> ফেসিয়াল করার ফলে ত্বকের মরা চামড়াগুলো সম্পূর্ণভাবে অপসারণ হয়ে যায়। বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে বিশেষজ্ঞরা সেটা অপসারণ করে থাকে। যা বাড়িতে করা সম্ভব হয় না।  

> ফেসিয়াল করার মাধ্যমে নিজের ত্বক সম্পর্কে জানা যায়। আর বিশেষজ্ঞদের কাছ থেকে ত্বকের যত্নে সঠিক তথ্যটি পাওয়া যায়। জানা যায় যে, আপনার জন্য ঠিক কোন কোন প্রসাধনী ব্যবহার করা ভালো আর কোনগুলো ত্বকের জন্য ক্ষতিকর।

> ফেসিয়াল করার সময় বিশেষজ্ঞরা এমন অনেক প্রসাধনী ব্যবহার করেন যা আপনার বাড়িতে না থাকতে পারে। তাছাড়া তারা বিভিন্ন ধরনের এলইডি লাইট ব্যবহার করে, রেডিও ফ্রিকোয়েন্সি এবং আলট্রা সাউন্ডও ব্যবহার করে থাকেন। এছাড়া আপনি তাদের কাছ থেকে থ্যারাপিও নিতে পারবেন।

> ফেসিয়াল করার সময় মুখমণ্ডল এক ধরনের আরাম পেয়ে থাকে। আর এই সময়টা অনেকেই উপভোগ করেন। এটা অনেকটাই বডি ম্যাসাজের মতো।  যা ত্বকের জন্যও উপকারী।

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//