ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রিকশা চালিয়ে মায়ের চিকিৎসা, বাধা হাইওয়ে পুলিশ!

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

মা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাসায়ী। আর সেই মায়ের চিকিৎসার জন্য কৃষকের কাজ থেকে শুরু করে শ্রমিকের কাজ সব ধরনের কাজই করেছে সে। বেশ কিছুদিন হলো জমির কাজ ও শ্রমিকের কাজ নেই। তাই রিকশা চালিয়ে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে বের হয়েছিলেন শহরে। কিন্তু কপাল তার এতোটাই খারাপ যে সেদিনই হানা দিলো হাইওয়ে পুলিশ। রিকশাটি তার আটক করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

এই ঘটনায় মায়ের চিকিৎসা নিয়ে চরম হতাশ হয়ে পড়েছেন ২০ বছর বয়সী ছেলে।

হতাশাগ্রস্ত এই যুবকের নাম টুটুল। সে বগুড়ার শেরপুরের খানপুর ইউপির শালফা গ্রামের হতদরিদ্র সুলতান মিয়ার ছেলে। 

গত বৃহস্পতিবার দুপুরে শেরপুরের শেরুয়া বটতলা থেকে তার রিকশাটি আটক করে নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। এতে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী টুটুল ও তার পরিবার।

টুটুল বলেন, রিকশাটি ছাড়ানোর জন্য কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির এসআই জাহেদ স্যারের সঙ্গে কথা বললে তিনি বগুড়া হাইওয়ে এসপির কাছে যেতে বলেন। পরদিন বগুড়া এসপি অফিসে গেলে সেখানকার কনস্টেবলরা তাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। উল্টো গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছেন। সে গরিব মানুষ প্রতিদিন বগুড়া যাতায়াতের টাকা পাবে কোথায়? তার উপার্জনের একমাত্র বাহন রিকশাটি কবে পাবে তাও জানে না। তাছাড়া রিকশাটি যদি বেশি দিন বসে থাকে তাহলে ব্যাটারি ডাউন হয়ে যাবে। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। পরে টাকার অভাবে রিকশাটি আর মেরামত করতে পারবে না। মায়ের চিকিৎসাতো দূরের কথা, হয়তো খাবারই জোগাড় করতে পারবে না। তাই শেষ সম্বল সামান্য জমি বিক্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে এসেছেন। এই টাকা দিয়ে যে কয়দিন পারেন চিকিৎসা করবেন।

এ ব্যাপারে কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির এসআই জাহেদুল ইসলাম বলেন, টুটুল নামের ওই ছেলের চায়না রিকশাটি আটক করা হয়েছে। এক থেকে দেড় মাস ফাঁড়িতে থাকবে। পরবর্তীতে এসপি স্যারের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//