ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

লক্ষ্মীপুর-১: ইতিহাস গড়তে চান আনোয়ার খান ‌

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮  

আর মাত্র একদিন। এরপরই জাতীয় সংসদ নির্বাচন। এরইম‌ধ্যে শেষ হয়ে‌ছে দলীয় প্রার্থী‌দের প্রচার প্রচারণা। নির্বাচনের ঠিক আগ মুহূ‌র্তেই ভোটাররা কষ‌ছেন লাভ-ক্ষ‌তির নানা হিসাব নিকাশ। পাশাপাশি ভোটাররা হিসাব কষছেন বিগত দিনের প্রাপ্তি-অপ্রাপ্তিরও। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আস‌নে কে হ‌বেন জনপ্র‌তি‌নি‌ধি সে‌টির রায় হ‌বে রোববার।

লক্ষ্মীপুর জেলার এক‌টি গুরুত্বপূর্ণ আসন লক্ষ্মীপুর-১। রামগঞ্জ উপ‌জেলার এক‌টি পৌরসভা ও ১০টি ইউ‌নিয়ন নি‌য়ে গ‌ঠিত এ আসন‌টি ভো‌টের মা‌ঠে এবার বেশ গুরুত্ব পা‌চ্ছে। গত ৪৭ বছর এ আ‌সনটি বিএনপির আধিপত্য থাক‌লেও এবার ঠিক বিপরীত অবস্থা বিরাজ কর‌ছে সেখা‌নে। বিএন‌পিকে টপ‌কে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। যার নেতৃত্বে রয়েছেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি ড. আনোয়ার হো‌সেন খান।

নৌকার প্রার্থী ড. আনোয়ার হো‌সেন খান বিগত পাঁচ বছ‌রে এলাকায় বেশ জন‌প্রিয়তা অর্জন ক‌রে‌ছেন। তার ইতিবাচক দিকগুলোর অনুষঙ্গ হয়ে আলোচনায় রয়েছে বিগত দিনের কর্মকাণ্ড। বিগত ক‌য়েক বছর ধ‌রে তি‌নি ব্য‌ক্তি উদ্যোগে জনগণ‌কে বি‌ভিন্ন ভাবে সাহায্য-সহ‌যো‌গিতা ক‌রে আস‌ছেন। সুখ-দুঃ‌খে পা‌শে থে‌কে রামগঞ্জবাসীর অকৃ‌ত্রিম ভা‌লোবাসা অর্জন ক‌রতে সক্ষম হ‌য়ে‌ছেন তি‌নি।

অপর দি‌কে এই আসনে বিএন‌পি এবার নি‌জে‌দের কোনো প্রার্থী দি‌তে পা‌রে‌নি। স্থানীয় দলীয় কোন্দ‌লের কার‌ণে বিএন‌পির এই ঘাঁ‌টি‌তে ভাগ ব‌সি‌য়ে‌ছেন এল‌ডি‌পি নেতা শাহাদাৎ হো‌সেন সে‌লিম। জাতীয় ঐক্যফ্র‌ন্টের টি‌কিট নি‌য়ে নির্বাচ‌নের মা‌ঠে না‌মেন সে‌লিম। ত‌বে বিএনপির নেতাকর্মীরা তাকে মেনে নেয়নি। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দূর‌ত্বের কার‌ণে ভো‌টের মা‌ঠে নাম‌তেই পা‌রেন‌নি সেলিম।

লক্ষ্মীপু‌র-১ (রামগঞ্জ) আস‌নে মোট ভোটার র‌য়ে‌ছেন ২,১৯,৯৪০। এর ম‌ধ্যে পুরুষ ভোটার র‌য়ে‌ছেন ১,১১,০৪৮ এবং ম‌হিলা ভোটার র‌য়ে‌ছে ১,০৮,৮৯২ জন। ভো‌টের মা‌ঠে বেশ প্রভাব ফেল‌তে পা‌রে এই নারী ভোটাররা। স্থানীয় অধিবাসীরা বলছেন, রামগঞ্জের উন্ন‌য়নের জন্য যি‌নি কাজ কর‌বেন এমন জনপ্র‌তি‌নি‌ধি চান তারা।

পৌর এলাকার ভোটার হেলাল পা‌টোয়ারী বলেন, আওয়ামী লীগ সরকার দে‌শে প্রচুর উন্নয়ন ক‌রে‌ছে। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত র‌য়ে‌ছে। তাই উন্নয়‌নের ধারাবা‌হিকতা বজায় রাখ‌তে আওয়ামী লী‌গকে আবা‌রো নির্বা‌চিত করা উচিৎ।

আব্দুল মিয়া নামের এক ভোটার বলেন, আমা‌দের আ‌শপা‌শের এলাকায় গ্যা‌সের সং‌যোগ র‌য়ে‌ছে। ত‌বে আমা‌দের এখা‌নে গ্যা‌সের সং‌যোগ নেই। এছাড়া এখ‌নো অনেক এলাকায় বিদ্যুৎ নেই। তাই এসব সমস্যা সমাধানে পারদ‌র্শী ব্য‌ক্তি‌কেই আমরা নির্বা‌চিত কর‌তে চাই।

রামগঞ্জে কেমন জনপ্র‌তি‌নি‌ধি চান এমন প্র‌শ্নের জবা‌বে ‌করপাড়া ইউ‌নিয়‌নের কৃষক মোহাম্মদ আব্দুল আলম ভুইয়া ব‌লেন, আ‌মরা গ্রা‌মের সাধারণ মানুষ, রাজনী‌তির ম‌ধ্যে নেই। ত‌বে আনোয়ার সা‌হেব দীর্ঘ দিন ধ‌রে আমা‌দের খোঁজ-খবর নেন। এবার তি‌নি নির্বাচন কর‌ছেন, ব্য‌ক্তিগতভা‌বে আমি তা‌কেই জনপ্র‌তি‌নি‌ধি দেখ‌তে চাই।

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//