ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

নোবিপ্রবি ভর্তি পরীক্ষায় কোন কেন্দ্রে কিভাবে যাবেন

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

১ ও ২ নভেম্বর অনুষ্ঠিতব্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় কোন কেন্দ্রে কিভাবে যাবেন, তা গুগল ম্যাপের সাহায্যে দেখানো হলো।

১) চৌরাস্তার আশেপাশে ৫ টি কেন্দ্র
২) মাইজদি বাজারের আশেপাশে ৩ টি কেন্দ্র
৩) মাইজদি কোর্টের আশেপাশে ৫ টি কেন্দ্র
৪) পৌর বাজারের আশেপাশে ৪ টি কেন্দ্র
৫) সোনাপুরের আশেপাশে ৪ টি কেন্দ্র

নোয়াখালী হচ্ছে এক রাস্তার শহর। তাই আপনি যে গাড়িতে করে আসবেন সেই গাড়ির ড্রাইভারকে এই নাম গুলো বললেই আপনাকে নামিয়ে দিবে।

০১) সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়
মেপ- https://goo.gl/maps/Lh6RWBTi5iQ2
নোয়াখালী চৌমুহনী-চৌরাস্তায় নামতে হবে, চৌরাস্তার দক্ষিণ পূর্ব কর্ণারেই এই স্কুল। পায়ে হেটেই যেতে হয়।

০২) জালাল উদ্দিন কলেজ, বেগমগঞ্জ,
মেপ-https://goo.gl/maps/9SFwXaBj1HH2
চৌরাস্তা থেকে দক্ষিন দিকে ২৫০ মিটার সামনে রাস্তার সাথেই পশ্চিম পাশে এই কলেজ।
অটো ভাড়া ৫ টাকা, পায়ে হেঁটে যাওয়া উত্তম। অথবা বাস ড্রাইভারকে জালাল উদ্দিন কলেজের সামনে নামাতে বললেই হবে।

০৩) বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
মেপ- https://goo.gl/maps/SNuXr9hB6e82
চৌরাস্তা থেকে ২৫০ মিটার দক্ষিনে রাস্তার পূর্ব পাশে অটো করে ৫ টাকা। হেটে যাওয়া যায়। অথবা বাস ড্রাইভারকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে নামাতে বললেই হবে।

০৪) জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমী,
মেপ-https://goo.gl/maps/dijBZpoYXet
চৌরাস্তা থেকে দক্ষিনে ৩০০ মিটার সামনে রাস্তার সাথেই পূর্ব পাশে। অটো ভাড়া ৫ টাকা।অথবা বাস ড্রাইভারকে জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে নামাতে বললেই হবে।

০৫) একলাশপুর উচ্চ বিদ্যালয়
মেপ- https://goo.gl/maps/znPieECr75M2
চৌরাস্তা থেকে দক্ষিনে দিকে একলাশপুর বাজার অটোতে ১০ টাকা নিবে। তবে ঢাকা থেকে বাসে আসলে সরাসরি একলাশপুর বাজারে নামলেই স্কুলটি দেখতে পারবেন।

০৬) মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,
মেপ- https://goo.gl/maps/JFU1rrckZhr
যে কোনো যায়গা থেকে বাসে করে সরাসরি মাইজদি বাজার নামবেন, মাইজদী বাজার থেকে ২০০ মিটার পশ্চিম দিকে রাস্তার দক্ষিন পাশেই স্কুল, হেটেই যেতে হবে।

০৭) অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়, মাইজর্দী,
মেপ- https://goo.gl/maps/XQ8rCTYbFv52
বাসে করে মাইজদি বাজার নামলেই রাস্তার পূর্ব পাশে,বাস থেকেই স্কুল দেখা যায়।

০৮) মাইজদী বালিকা বিদ্যানিকেতন,
মেপ- https://goo.gl/maps/pdiv4qKtzy32
বাস থেকে মাইজদি বাজার নেমে ২০০ মিটার দক্ষিণে রাস্তার পশ্চিম পাশেই স্কুল। হেটে যেতে পারবেন। অথবা বাস ড্রাইভারকে মাইজদি বাজার বালিকা বিদ্যানিকেতন স্কুলের সামনে নামবো বললেও হবে।

৯) প্রাইমারী টিচার্চ ট্রেনিং ইনস্টিটিউট -পিটিআই
মেপ- https://goo.gl/maps/GA5LFVD4pxF2
বাসে করে মাইজদি পিটিআইর সামনে অথবা সুধারাম থানার সামনে অথবা হাসপাতাল রোডের সামনে নামলেই মেইন রোডের পশ্চিম পাশেই স্কুল, বাস থেকে স্কুল দেখা যায়।

১০) এম এ রশিদ উচ্চ বিদ্যালয়
মেপ- https://goo.gl/maps/5tCeg95sfjG2
বাস থেকে নোয়াখালীর সুধারাম থানা বা হসপিটাল রোডের সামনে নামবেন, তারপর পূর্ব দিকে ২০০ মিটার হেটে গেলেই স্কুল পাওয়া যাবে, অটো ভাড়া নিবে ৫ টাকা।
মিনিট লাগবে।

১১) নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
মেপ- https://goo.gl/maps/oyL3FojREBs
বাসে করে মাইজদি কোর্ট বড় মসজিদ মোড় নামতে হবে, সেখান থেকে রিকসা নিতে হবে। ১৫ টাকা ভাড়া। মেইন রোড থেকে অর্থাৎ মোড় থেকে পূর্ব দিকে স্কুলটি অবস্থিত। পায়ে হাঁটলে ৮-১০ মিনিট লাগতে পারে।

১২) নোয়াখালী সরকারী মহিলা কলেজ,
মেপ-https://goo.gl/maps/J79Wo5ux7Kp
বাসে করে মাইজদি কোর্ট বড় মসজিদ মোড় নামতে হবে, সেখান থেকে রিকসা নিতে হবে। ২৫ টাকা ভাড়া। মেইন রোড থেকে অর্থাৎ মোড় থেকে পূর্ব দিকে স্কুলটি অবস্থিত। পায়ে হাঁটলে ১৫ মিনিট লাগতে পারে।

১৩) নোয়াখালী জিলা স্কুল, মাইজদী কোর্ট,
মেপ- https://goo.gl/maps/u348VNxoUE52
বাসে করে নোয়াখালী জিলা স্কুলের সামনে নামবো বললেই হবে, রাস্তার পূর্ব পাশে বাস থেকে স্কুল দেখা যায়।

১৪) আল ফারুক একাডেমি, মাইজদীকোর্ট,
মেপ- https://goo.gl/maps/jgNc1xpz8q62
বাসে করে মাইজদি পৌর বাজার নামতে হবে, মেইন রোড থেকে পশ্চিম দিকে ৫ মিনিট হাঁটলেই স্কুল দেখা যাবে।

১৫) নোয়াখালী উচ্চ বিদ্যালয়, সদর, নোয়াখালী
মেপ- https://goo.gl/maps/rivGz9EF62k
বাসে করে মাইজদী রশীদ কলোনি নামতে হবে।মেইন রোড থেকে পূর্ব দিকে, রিকসায় ১৫ টাকা নিবে। চাইলে হেটেও যেতে পারবেন।

১৬) হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়, মাইজদী
মেপ- https://goo.gl/maps/8hLW8hmSX6J2
বাসে করে মাইজদী পৌর বাজার নামতে হবে। তারপর ১০০ মিটার দক্ষিন দিকে হেঁটে যান। অথবা বাস ড্রাইভারকে বলুন হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সামনে নামিয়ে দিতে, রাস্তার পূর্ব পাশেই স্কুল, বাস থেকে দেখা যায়।

১৭) পৌর কল্যান উচ্চ বিদ্যালয়, মাইজদীকোর্ট,
মেপ-https://goo.gl/maps/6bahgsx4uRu
বাসের ড্রাইভারকে বলুন বিশ্বনাথ নামিয়ে দিতে। রাস্তার পুর্ব পাশেই স্কুল, বাস থেকে স্কুল দেখা যায়।

১৮) নোয়াখালী সায়েন্স এন্ড কমার্স কলেজ
মেপ- https://goo.gl/maps/4RwTj9bdeU42
বাস থেকে দত্তের হাট নামুন। অটো করে চলে যান। ভাড়া ৫ টাকা,মেইন রোডের পূর্ব পাশেই।

১৯) আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়,
মেপ-https://goo.gl/maps/m6DSKsLQek32
সোনাপুর নামতে হবে। তারপর মাইজদির দিকের অটো তে উঠেতে হবে ৫ টাকা নিবে।রাস্তার পাশেই। অথবা বাসের ড্রাইভারকে বলুন আহমদিয়া স্কুলের সামনে নামিয়ে দেওয়ার জন্য।

২০) সোনাপুর ডিগ্রী কলেজ, সোনাপুর।
মেপ- https://goo.gl/maps/w26k1wcyMXS2
বাস ড্রাইভারকে সোনাপুর কলেজ গেইটের সামনে নামাতে বলবেন, রাস্তার পশ্চিম পাশেই কলেজ।

২১) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
মেপ-https://goo.gl/maps/abqLvR1BMGr
বাসে করে জিরো পয়েন্টে নামবেন, সেখান থেকে অটো করে ৩ কিলোমিটার দক্ষীনে যাবেন, ভাড়া ১০ টাকা নিবে, সেখানেই ভার্সিটি।

যে কোন অভিযোগ জানাতে ফোন করুন 01705401000 (জেলা প্রশাসন, নোয়াখালী)

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//