ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কলরেডির জরিপ, ৬১ শতাংশ তরুণ বর্তমান সরকারের পক্ষে

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রীক নতুন ভোটারদের ভাবনা নিয়ে পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, ৬১ দশমিক ৩ শতাংশ তরুণ ভোটার বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করতে চান।

গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভলপমেন্ট বিষয়ক অনিবন্ধিত প্রতিষ্ঠান কলরেডির এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ৩০ দশমিক ২ শতাংশ তরুণ বর্তমান সরকারকে চায় না। ১৮ দশমিক ৫ শতাংশ এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

এ ছাড়া ৬৮ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট। জরিপে অংশ নেয়াদের মধ্যে ৫৩ দশমিক ৫ শতাংশ মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।

গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে ১ হাজার ১৮৬ জনের মতামতের ভিত্তিতে। যাদের বয়স ছিল ১৮ থেকে ২৪ বছর।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এবার দেশে ৮০ লাখ থেকে ১ কোটি তরুণ ভোটার রয়েছেন।

জরিপ পরিচালিত হয়েছে রাজধানীর ১০টি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া ১২টি জেলায় জরিপ পরিচালিত হয়।

জেলাগুলোর মধ্যে বরিশালে অংশ নেন ৬৪ জন। যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক ৪ শতাংশ এবং পরিবর্তন চায় ৩৪ দশমিক ৪ শতাংশ।

চট্টগ্রামে অংশ নেন ২০২ জন। যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫৩ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ৭ শতাংশ।

ঢাকাতে অংশ নেন ৩০৫ জন। যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ৬ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক ২ শতাংশ।

খুলনায় অংশ নেন ৯৯ জন। যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৫১ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ৩৮ দশমিক ৪ শতাংশ।

ময়মনসিংহে অংশ নেন ৯১ জন। যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৭২ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।

রংপুরে অংশ নেন ৯৯ জন। এর মধ্যে বর্তমান সরকারকে চায় ৫০ দশমিক ৫ শতাংশ; পরিবর্তন চায় ২৩ দশমিক ২ শতাংশ।

রাজশাহীতে অংশ নেন ১৭ জন। যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ; পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।

সিলেটে অংশ নেন ৫৩ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৬২ দশমিক ৩ শতাংশ; পরিবর্তন চায় ১১ দশমিক ৩ শতাংশ।

তরুণদের কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে গড়ে উঠা আন্দোলন মোকাবিলায় সরকারের কৌশলের প্রভাব নির্বাচনে পড়বে কি না? সংবাদ সন্মেলনে এমন এক প্রশ্নের জবাবে গবেষক ড. আবুল হাসনাত মিল্টন বলেন, নিরাপদ সড়কের বিষয়ে সরকারের ওপর অসন্তুষ্ট ২ দশমিক ৫ শতাংশ। আর কোটা সংস্কার আন্দোলনের ফলে অসন্তুষ্ট ২ দশমিক ৮ শতাংশ।

তিনি বলেন, তরুণ প্রজন্ম উন্নয়ন চায়। তারা দুর্নীতি মুক্ত থাকতে চায়।

তবে তরুণ ভোটারদের মধ্যে ৮০ শতাংশ রাজনীতি অপছন্দ করে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন নেই। এই প্রতিষ্ঠান নিবন্ধন নেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক গবেষক কাজী আহমেদ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কলেরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম প্রমুখ।

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//