ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

বাঘের গর্জন না প্রোটিয়াদের ফেরার দিন

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ২ জুন ২০১৯  

একটা সময় ছিল, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ম্যাচ মানেই আফ্রিকান দলটির নিশ্চিত দুই পয়েন্ট। কিন্ত সেই দিন আর নেই। 

২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের জয় অঘটন বলা হলেও বর্তমান বাংলাদেশ দল জিতে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে হারার পর অতি প্রয়োজনীয় জয়ের খোঁজে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ এশিয়ার উঠতি দল বাংলাদেশও নামবে নিজেদের প্রথম ম্যাচে জয় লাভ করে টুর্নামেন্ট শুরু করতে। 

২ জুন রোববার লন্ডনের দা ওভালে স্থানীয় সময় সকাল ১০.৩০ ও বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল।  

 

 

২০১৫ সালের পূর্বে বাংলাদেশ ঘরের বাইরে খেলতে যাওয়া মানেই অসহায় আত্মসমর্পনের চিত্র। কালেভদ্রে জিতলেও ঘরের মাঠ ছাড়া বাংলাদেশ দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করা কঠিন ছিল। কিন্ত ২০১৫ সালের পর  বদলে গিয়েছে দলটি । উইন্ডিজকে তাদের মাটিতেই সিরিজ হারানোর পর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলতে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা।

 দলটির আরেকটি গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় ব্যাপার হলো দীর্ঘদিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিয়ে আসা পঞ্চপান্ডবের বাইরে তরুণ খেলোয়াড়রাও ভালো করতে শুরু করেছে। সৌম্য সরকার উইন্ডিজের সঙ্গে খেলা শেষ তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। বল হাতে সাইফউদ্দিন ও মিরাজ দেখিয়েছেন মুন্সিয়ানা। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলে দলে নিজের দাবী জানিয়ে রেখেছেন লিটন দাস। 

 

 

এদিকে দক্ষিণ আফ্রিকা মানে বরাবরই চাপের মুখে খেই হারিয়ে ফেলা এক দল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের চাপ নিতে না পারায় ইংল্যান্ডের কাছে হারার পর বাংলাদেশের বিপক্ষে জিততেই চাইবে ফাফ ডু প্লেসির দল। প্রতিটি বিভাগে স্বাগতিকদের কাছে পর্যুদস্ত হওয়ার পর মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকতে পারে তারা। 

বোলিং সাইড নিয়ে তেমন চিন্তা নেই দক্ষিণ আফ্রিকার। রাবাদা, এনগিদি, তাহির ছাড়াও ডেল স্টেইন ফিরলে আরও শক্তিশালী হবে তাদের আক্রমণভাগ। 

ব্যাটিং শক্তিশালী হলেও নিজেদের প্রথম ম্যাচে কুইন্টন ডি কক ছাড়া কেউই ভালো কিছু করতে পারেননি। ফাফ ডু প্লেসি ছাড়া আর কেউ রানে না থাকায় বাংলাদেশের আক্রমণ তারা কিভাবে সামলাবে সেটি দেখার বিষয়। ইংল্যান্ডের মতো শক্তিশালী না হলেও দলীয়ভাবে বাংলাদেশের আক্রমণভাগ দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতেই পারে।

সেমি ফাইনালের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করছে বাংলাদেশ। অপরদিকে টুর্নামেন্টে ফিরতে হলে জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার সামনে।

 

 

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আকাশ মেঘলা থাকতে পারে। উদ্বোধনী ম্যাচের পিচেই খেলা হওয়ায় পিচ কিছুটা স্লো ও টার্নিং হওয়ার সম্ভাবনা আছে। 

বাংলাদেশ দলে ইঞ্জুরির দুশ্চিন্তা থাকায় দলে পরিবর্তন আসতে পারে। তামিম ইকবাল শুক্রবার হাতে ব্যথা পাওয়ায় তার খেলা নিয়ে সন্দেহ আছে। এছাড়া মাশরাফি হ্যামস্ট্রিং এবং মুস্তাফিজুর রহমান কাফ ইঞ্জুরিতে থাকায় শেষ সময়ে নির্ধারিত হতে পারে তাদের কে কে খেলবেন। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

 

 মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 

দক্ষিণ আফ্রিকা দলে আসতে পারে দুটি পরিবর্তন। ডেভিড মিলার ও ক্রিস মরিস দলে আসতে পারেন। এছাড়া ডেল স্টেইনও শেষ মূহুর্তে ফিরতে পারেন দলে। গত ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে আমলার খেলা নিয়ে সন্দেহ রয়েছে। 

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : 

 

কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), ভান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, আন্দিলে ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//