ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জনস্রোত মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানে

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮  

গায়ে পাঞ্জাবি-পায়জামা, মাথায় টুপি। সরাদেশ থেকে এভাবেই দলে দলে ছুটে আসছেন আলেমরা। আলেমদের সমাগমে সৃষ্টি হয়েছে জনস্রোত। আর সব জনস্রোত গিয়ে মিলছে সোহরাওয়ার্দী উদ্যানে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতুল কাওমিয়া বাংলাদেশের ‘শোকরানা মাহফিলে’ রোববার (৪ নভেম্বর) ফজরের নামাজের পর থেকেই আলেমরা আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনস্রোত। সকাল ৯টার মধ্যেই অনেকটা জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান।

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আগেই ঘোষণা দিয়েছেন শোকরানা মাহফিলে ১০ লাখেরও বেশি মানুষের জন্য প্রস্তুতি রয়েছে।

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে এ ‘শোকরানা মাহফিল’ আয়োজন করেছে কওমি মাদরাসাগুলোর ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ।

শোকরানা মাহফিলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠোনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি।

কওমি মাদরাসাগুলোর ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।

গাজিপুর থেকে আসা মো. মাহফুজুর রহমান বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জন্য বিরাট পাওয়া। এ জন্য আমরা শোকরানা আদায় করতে জমায়েত হয়েছি। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে পারাও আমাদের জন্য বিরাট পাওয়া।

রাজধানীর যাত্রাবাড়ির একটি মাদরাসা থেকে আসা মো. আয়ুব হোসেন বলেন, দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেয়ায় আমরা খুব খুশি। এ জন্য এখানে এসেছি। প্রধানমন্ত্রী আমাদের যে উপহার দিয়েছেন, সে তুলনায় প্রধামন্ত্রীকে দেয়া এ সংবর্ধনা কিছুই না।

ঝিনাইদহ থেকে আসা মো. মাহবুব বলেন, হেফাজতে ইসলাম যখন শাপলা চত্বরে সমাবেশ করেছিল, সে সময় এটা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের নানা চেষ্টা হয়েছিল। একদল বিভ্রান্ত হয়ে ভাঙচুর করেছিল। আমিও সে দিন শাপলা চত্বরের সমাবেশে এসেছিলাম। তবে সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, শাপলা চত্বরের মাহসমাবেশের সময় গুজব ছড়ানো হয়েছিল বর্তমান সরকার ইসলাম বিরোধী। অথচ সেই সরকারই আজ কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আমাদের সম্মানিত করেছেন। এটা আমাদের জন্য বিরাট পাওয়া। সেই সঙ্গে এটাও প্রমাণিত হলো এ সরকার ইসলাম বিরোধী নয় বরং ইসলামের পক্ষে।

এদিকে শোকরানা মাহফিলের বিষয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘এটি নির্বাচনী সমাবেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার জন্য নজীরবিহীন একটি কাজ করেছেন। যা ইতোপূর্বে কেউই করেনি। আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্র হবো।’

এক সময় সরকারের বিরুদ্ধে শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজতে ইসলাম এখন পক্ষে আসার বিষয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিল না। শাপলা চত্বরে আমাদের দাবি সরকারের কাছে পেশ করেছিল। আর এখন তো অনেক বড় একটি কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। কওমি মাদরাসা স্বীকৃতি প্রদান, আইন পাস করানো ছোট কোনো বিষয় নয়। এটা নজীরবিহীন।

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//