ব্রেকিং:
চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মাওলানা ত্বহার হোয়াটসঅ্যাপ-ভাইভার অন; বন্ধ মোবাইল ফোন কে এই মাওলানা ত্বহার ২য় স্ত্রী সাবিকুন নাহার? আওয়ামীলীগের ধর্মীয় উন্নয়নকে ব্যাহত করতে ত্বহা ষড়যন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু! লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিলেন নির্বাহী কর্মকর্তা লক্ষ্মীপুরে করোনা রোগী ৩৭ জন : নতুন করে শিশুসহ আক্রান্ত ৩ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ, তিন ভাই বোনের পজেটিভ লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল এডভোকেট নয়ন লক্ষ্মীপুরে ত্রাণের সাথে ঘরও পেল লুজি মানসম্মত কোন ধাপ অতিক্রম করেনি গণস্বাস্থ্যের কিট পরিস্থিতি ঠিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ বিভিন্ন থানার পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ভিডিও কনফারেন্স লক্ষ্মীপুরে আরো ৩ জনের করোনা পজেটিভ আপনিকি করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যকেন্দ্রের কিট ব্যবহারের বিপক্ষে? লক্ষ্মীপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ লক্ষ্মীপুরে ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কমলনগরে আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলন স্থগিত

আলোকিত লক্ষ্মীপুর

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। কাউন্সিলর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জেলা আওয়ামী লীগের নির্দেশে উপজেলা আওয়ামী লীগ শনিবার সকালে এ সম্মেলন স্থগিত ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নুরুল আমিন সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের নির্দেশে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগ কমলনগর উপজেলার নয়টি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সিডিউল ঘোষণা করেন। ওই সিডিউল অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ শুক্রবার চরকালকিনি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করেন। কিন্তু সম্মেলনের জন্য প্রণয়ন করা অপর ইউনিয়নগুলোর কাউন্সিলর তালিকায় অনিয়মের কথা উল্লেখ করে বিভিন্ন পদের প্রার্থীসহ আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা উল্লেখ করেন, স্বজনপ্রীতির মাধ্যমে তৈরি করা ওইসব কাউন্সিলর তালিকায় আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপি ও জামায়াতসহ জেএসডি’র কর্মী-সমর্থকদের নাম অন্তর্ভূক্ত করা হয়। এমনকি, এ তালিকায় একই পরিবারের বাবা-মা ও ছেলেসহ একাধিক ব্যক্তির নাম থাকাসহ ছাত্রলীগ, তরুণলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও রাজাকার পরিবারের সদস্যদের কাউন্সিলর করা হয়েছে। যে কারণে, আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে সঠিক কাউন্সিলর তালিকা প্রস্তুত মাধ্যমে তারা সম্মেলনের নতুন তারিখ ঘোষণার দাবি জানান। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে জেলা আওয়ামী লীগের নেতারা সম্মেলন স্থগিতের নির্দেশ দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নুরুল আমিন জানান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্দেশে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে নতুন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে, সম্মেলন স্থগিতের খবরটি ছড়িয়ে পড়লে ইউনিয়নগুলোর ত্যাগী নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা বলছেন, ‘এর মাধ্যমে রাজাকার পরিবারের সদস্যসহ অন্যদলের কর্মী-সমর্থকদের বাদ দিয়ে কাউন্সিলর তালিকা প্রস্তুতের মাধ্যমে সম্মেলনের আয়োজন করতে পারলে আওয়ামী লীগের রাজনীতি বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘কাউন্সিলর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ শুনে জেলা সভাপতির সঙ্গে পরামর্শ করে কমলনগর উপজেলার আটটি ইউনিয়নের অসন্ন কাউন্সিল স্থগিত ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ওইসব ইউনিয়নের সম্মেলনের নতুন সিডিউল ঘোষণা করা হবে।’

আলোকিত লক্ষ্মীপুর
আলোকিত লক্ষ্মীপুর
//